কলকাতানিউজ

সাত সকালে শিশু পাচারের চক্র ভাঙল পুলিশ, স্ট্র্যান্ড রোড থেকে উদ্ধার ২১ জন

Advertisement

কলকাতা : এদিন ভিন রাজ্য থেকে আনা শিশুদের একটি বাস ধরা পড়েছে কলকাতায়। সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ বিহার থেকে বাসটি কলকাতায় আসছিলো। এদিন সকালে গোপনেই হানা দিয়েছিলো স্ট্র্যান্ড রোড থানার পুলিশ। তবে এই ঘটনার পিছনে আরও বড়সড় কোনও চক্র জড়িত বলে অনুমান পুলিশের।

এদিন সকালে হাতেনাতে বাসটি ধরার পর সেখান থেকে উদ্ধার করা হয়েছে ২১ জন নাবালককে। এমনকি পাচারকারীদের তিন জনকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ আফজাল (২৮), মহম্মদ এহসান (২২) এবং মহম্মদ চাঁদ (২৩)।

উদ্ধার হওয়া সকল শিশুরাই বিহারের সমস্তিপুরের বাসিন্দা, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। খাবারের লোভ দেখিয়েই তাদের আনা হয়েছে বলে জানা গিয়েছে। লকডাউনের বাজারে আরোই খারাপ অবস্থায় ছিলো ওই শিশুদের পরিবার। তাই খাবার ও কাজ দেওয়ার নাম করে বিহার থেকে কলকাতায় নিয়ে আসা হয়।

কিন্তু কাজ আর খাবার তো দূর তাদের কাছ থেকে টাকাও হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই তাদের প্রত্যেককে গ্রেফতার করার পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Back to top button