ভারত : এবার লড়াই আরো সহজ, গরম বা ঠান্ডা হিমালয়ের যে কোনও উচ্চতার সমান দক্ষতায় লড়ার পরীক্ষায় পাস করলো হিন্দুস্থান অ্যারোনটিক্সের তৈরি লাইট ইউটিলিটি হেলিকপ্টার বা এলইউএইচ। জানা গিয়েছে যখন ট্রায়াল করা হচ্ছিলো তখন এই বিশেষ কপ্টার সিয়াচেনের অমর ও সোনম হেলিপ্যাডে সাফল্যের সঙ্গে অবতরণ করে। এমনকি সেনাদের পছন্দের কথা মাথায় রেখেই এই বিশেষ কপ্টারের ক্ষমতা ও এর যান্ত্রিক সুবিধা তৈরি হয়েছে।
HAL's indigenously developed Light Utility Helicopter has completed hot & high altitude trials in Himalayas. LUH took off from Leh & demonstrated its hot & high hover performance at Daulat Beg Oldie. It also demonstrated its payload capability in Siachen glacier altitude pic.twitter.com/gGJEYtw9zt
— ANI (@ANI) September 9, 2020
এই পরীক্ষায় সফল হওয়ার আগে প্রায় ১০ দিন হিমালয়ের দৌলত বেগ ওল্ডির উচ্চ উচ্চতা ও প্রবল তাপমাত্রায় ট্রায়াল শেষ করেছে এই বিশেষ কপ্টার। হ্যালের চেয়ারম্য়ান আর মাধবন জানিয়েছেন, ‘লাইট ইউটিলিটি হেলিকপ্টার এখন সেনাবাহিনীর ব্যবহারের জন্য তৈরি”। আশা করা হচ্ছে এই কপ্টারের সাহায্যে শত্রুপক্ষকে সহজেই কাবু করা সম্ভব হবে।