বুধবার সকাল থেকেই বিএমসি ও মুম্বাই পুলিশ একত্র হয়ে কঙ্গনার মুম্বাইয়ের মণিকর্ণিকা অফিসের উপর চড়াও হয়। রীতিমত বুল্ডোজার দিয়ে ক্ষত-বিক্ষত করা হয় কঙ্গনার সাধের অফিস। মুম্বাই পৌঁছনোর আগে থেকেই অফিস খননের কাজ শুরু করে দিয়েছিল বিএমসি। কঙ্গনা একাধিকবার জানান যে তাঁর কাছে বৈধ কাগজ আছে তা সত্বেও সময়ের একটুও অপব্যবহার না করে বুল্ডোজার নিয়ে হাজির হয় মুম্বাই পুলিশ। অবশ্য কঙ্গনা থেমে থাকেননি। নিজের রাগ দুঃখ উজার করে দিয়েছেন। উদ্ধব ঠাকরে কে সরাসরি জবাব দিয়ে বলেছেন আজ আমার ঘর ভেঙ্গেছে কাল তোর দম্ভ চূর্ণ হবে। কিন্তু এরপরেও কঙ্গনা নিজের ট্যুইটারে একটি কাগজ পোস্ট করেন যেখানে স্পষ্ট উল্লেখ আছে ২৮-১০-২০১৮ র কথা। তবে ২০২০ তে কেনসএমসি একটা রাতারাতি নোটিশে কঙ্গনার ঘর তছনছ করল? তারই জবাবে কঙ্গনার এই পোস্ট।
Paid sources of Maha government are spreading fake info,BMC never sent any notice to me until yesterday,in fact I got all the documents cleared myself from BMC for renovations. @mybmc at least have the courage to stand by your audacity ? why lie now? pic.twitter.com/CVUQGxkNiS
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
গত বুধবার কঙ্গনা #DeathOfDemocracy দিয়ে একটি প্রতিবাদ করেন যেখানে তিনি খুব শান্ত ভাবেই উদ্ধব ঠাকরের বিরুদ্ধে প্রতিবাদ জানান। চলুন আরও একবার শুনে নিই কঙ্গনা ঠিক কী বলেছিলেন।
तुमने जो किया अच्छा किया ?#DeathOfDemocracy pic.twitter.com/TBZiYytSEw
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020