BREAKING NEWS: তবে কি যুদ্ধ ঘোষণা? লাদাখের কাছে ভিড় বাড়াচ্ছে পাক সেনা!
অরূপ মাহাত: ভারত সরকারের কাশ্মীর পদক্ষেপকে ভালোভাবে নেয়নি পাকিস্তান। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ও জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই উত্তেজনা বাড়াচ্ছিল পাক প্রশাসন। আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের চেষ্টাও করেছিল। তবে সাড়া মেলেনি কোন দিক থেকেই। এমন অবস্থায় গতকাল ঈদের মিষ্টি ফেরত পাঠিয়ে সম্পর্কের তিক্ততা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল ইমরান খানের প্রশাসন। আজ, মঙ্গলবার লাদাখের নিকট সীমান্তের ওপারে পাক সেনার কার্যকলাপ বাড়িয়ে ভারতকে বার্তা দিতে চেয়েছে পাকিস্তান।
গোয়েন্দাদের খবর অনুযায়ী, কেন্দ্রের জম্মু-কাশ্মীর পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান৷ পাক সেনার এই গোপন পরিকল্পনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান৷ পাকিস্তান যে ভাবে সীমান্তে সেনা কার্যকলাপ শুরু করেছে, তাতে ভারতের সঙ্গে যুদ্ধের ইঙ্গিত স্পষ্ট৷ সূত্রের খবর, ভারতে অতর্কিতে হামলার ছক কষছে পাকিস্তান৷
পাকিস্তানের তিনটি নৌসেনা ঘাঁটি পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে৷ রবিবারই ইমরান খান বলেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ চায় না৷ কিন্তু যুদ্ধ লাগলে পাকিস্তান যোগ্য জবাব দেবে৷’