কলকাতা: আজ, বৃহস্পতিবার বিজেপির রাজ্য কমিটির বৈঠক ছিল। সেখানেই আত্মনির্ভর ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের দলীয় নেতাদের অনুরোধ জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘বাংলার ক্ষুদ্র উদ্যোগপতিদের জন্য ব্যবস্থা নিন। আত্মনির্ভর ভারতকে এগিয়ে নিয়ে যান। এমএসএমই সেক্টরে ঋণ অনুমোদনের জন্য উদ্যোগ নিন। রাজ্যের পাটশিল্পকে এগিয়ে নিয়ে চলুন।’ এভাবেই রাজ্যের দলীয় নেতাদের অনুরোধ করেন নাড্ডা।
শুধু তাই নয়, দলীয় নেতাদের অনুরোধ করার পাশাপাশি রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি। রামভূমির পুজোর দিন এ রাজ্যে লকডাউন ছিল। সেই প্রসঙ্গে মমতাকে খোঁচা মেরে নাড্ডা বলেন, ‘রামভূমির পুজোর দিন লকডাউন ঘোষণা করা কার্যত হিন্দু বিরোধী মনোভাবের পরিচয়। ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন মমতা। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল-কংগ্রেসকে উৎখাত করতে হবে। সারা রাজ্যে পদ্ম ফোটাবে বিজেপি।’ এভাবেই তৃণমূল-কংগ্রেস তথা মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।