কলকাতা : দল যেভাবে চাইবে সেভাবেই কাজ করবো বলে বিজেপিকে ধ্যনবাদ জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপির রাজ্য কমিটিতে ডাক পাওয়ার পর তিনি জানান, ”আমার খুব ভালো লাগছে। দল যেভাবে চাইবে সেভাবে কাজে লাগব, আমি কৃতজ্ঞ। দল চাইলে আমরা নেমে পড়ব”। শুরু থেকে বৈশাখীকে নিয়েই বিজেপি ও শোভনের মধ্যে ঝামেলার সূত্রপাত।
কিছুদিন আগেই শোভন বিজেপিতে ডাক পেলেও ডাক পাননি বৈশাখী বন্দ্যোপাধ্যায়।এই নিয়ে দুজনের মধ্যে একটা চাপা মনোমালিন্য হলেও অবশেষে তা মিটলো বলে মনে করছেন বিজেপির একাধিক নেতা ও নেত্রীরা। এদিকে প্রথম থেকেই বিজেপিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ঠাই না পাওয়া এবং এতোকিছুর পরে তাকে দলের নেওয়ার বিষয়টি অনেকের কাছেই গ্রহণযোগ্য হয়নি।
তাদের মতে শোভনের চাপেই শেষ পর্যন্ত রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন ভার্চুয়াল বৈঠকের আগে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আইডি ও পাসওয়ার্ড পাঠানো হয়। বিজেপিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় যোগ দেওয়ার পরে দিলীপ ঘোষ জানান, যোগ্য ব্যক্তিকেই দলে নেওয়া হয়েছে।