গত ৮ই সেপ্টেম্বর রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে এনসিবি। এই দিন নিজের মুখেই স্বীকার করেন রিয়া যে তিনি মাদক কিনতেন, রাখতেন এবং সেবন করতেন। শুধুমাত্র এই কথার ভিত্তিতেই রিয়াকে সেদিন গ্রেফতার করা হয়নি, এনসিবি-র কাছে রিয়ার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে বলে জানিয়েছে এনসিবি। ওইদিন নারকোটিক্স কন্ট্রোল বুরো সংস্থার অশোক জৈনের কথায়, ‘‘রিয়ার বিরুদ্ধে আমাদের হাতে প্রমাণ রয়েছে। তার ভিত্তিতেই আমরা ওকে গ্রেফতার করেছি।” গল্প এখানেই শেষ নয়, সেদিন রিয়া চক্রবর্তী ২৫ জন সেলিব্রিটির নাম নিয়ে ছিলেন। যেই আগুনে ঘি ঢেলেছিলেন কঙ্গনা রানাউত। বিশেষ কয়েকজন অভিনেতার ও প্রযোজকের নাম নেন সেদিন কঙ্গনা রানাউত। এরপরেই বলিউডে গুঞ্জন শুরু হয়ে যায়। কাদের নাম ওই লিস্টে রয়েছে তা প্রকাশ করেনি এনসিবি।
এরপরেই,এনসিবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, “এনসিবির প্রশ্নবাণ থেকে যে কেউ বাদ পড়বেন না।” খুব শীঘ্রই সেই সব পরিচালক, অভিনেতাদের সমন পাঠাবে এনসিবি। সূত্রের খবর, এনসিবির দুই পদস্থ আধিকারিক কে পি এস মালহোত্রা এবং ডি জি আস্থানা বৈঠক শুরু করেছেন। হাই প্রোফাইল ব্যক্তিদের সমন পাঠানোর আগে সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা।
উল্লেখ্য, এখনও পর্যন্ত জামিনে ছাড়া পাননি রিয়া ও তাঁর ভাই। রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে সেশন কোর্টে এই নিয়ে তিন দিন জামিনের আর্জির জন্য যায়। কিন্তু দুর্ভাগ্যবশত বেল পাননি রিয়া চক্রবর্তী। এখনও পর্যন্ত রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সাওয়ান্ত-কে বাইকুল্লা জেলেই থাকতে হচ্ছে।