উত্তর কোরিয়াঃ সারা বিশ্বে যখন করোনা আক্রমণে কাবু তখন নিজের দেশে করোনা রুখতে নতুন পদক্ষেপ নিলেন কোরিয়ার সরকার। উত্তর কোরিয়ার সরকার করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে৷ সারা বিশ্বে এখন সবথেকে বেশি করোনা সংক্রমণ রয়েছে আমেরিকা, সেখানে দ্বিতীয় পর্যায়ে রয়েছে ভারত এবং তৃতীয় পর্যায়ে রয়েছে ব্রাজিল। এরমধ্যে আমিরিকা আর ভারতে রেকর্ড হারে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ।
চিন থেকে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাস নিয়ে প্রথম থেকেই সতর্ক ছিলো উত্তর কোরিয়া। আর এবার চিন সীমান্ত দিয়ে যাতে কোনওভাবে করোনা ভাইরাস উত্তর কোরিয়ায় ঢুকতে না পারে, তা রুখতেই এই নির্দেশ জারি করেছে উত্তর কোরিয়া সরকার৷
উত্তর কোরিয়াতে এই মুহূর্তে যা অবস্থা সেই কথা মাথায় রেখেই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে কিম জং উন সরকার৷ প্রথম থেকেই দেশের মানুষের কথা ভেবে কড়া পদক্ষেপ নিয়েছিলো উউতর কোরিয়া। এদেশ থেকে অন্য দেশের যোগাযোগও রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছিলো। যার ফলে দেশের মানুষ সংক্রমণের হাত থেকে রক্ষা পায়।
গোটা বিশ্বে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লেও এখনও উত্তর কোরিয়ায় কেউ এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে সেই ভাবেও কোনো খবর মেলেনি৷ করোনা সংক্রমণ রুখতে জানুয়ারি মাস থেকেই চিন সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। এতো কিছুর পরে উত্তর কোরিয়া চায় না আবার নতুন করে দেশের মানুষ সংক্রামিত হোক। তাই সংক্রমণ রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল উত্তর কোরিয়ার সরকার।