কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে রদবদল

নয়াদিল্লি: সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ওয়ার্কিং কমিটির রদবদল হল। এই রদবদলে বেশ কিছু সিনিয়র নেতাদের ছেঁটে ফেলা হল। এই দলে আছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ থেকে মল্লিকার্জুন খাড়গে।…

Avatar

নয়াদিল্লি: সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ওয়ার্কিং কমিটির রদবদল হল। এই রদবদলে বেশ কিছু সিনিয়র নেতাদের ছেঁটে ফেলা হল। এই দলে আছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ থেকে মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার কংগ্রেসের হাই কমান্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি ঘোষণা করা হয়।

এছাড়াও কংগ্রেস সভানেত্রী শুক্রবার ছয় কমিটি সদস্য নিয়ে একটি দল গঠন করেন যে দলটি সাংগঠনিক ও বিভিন্ন কর্মসূচিতে দলকে সাহায্য করবে। এই কমিটিতে সদস্য হিসেবে আছেন এ কে অ্যান্টনি, আহমেদ পাটেল, অম্বিকা সোনি, কে সি ভেনুগোপাল, মুকুল ওয়াসনিক ও রণদীপ সিং সুরজেওয়ালা।

প্রসঙ্গত, নেতৃত্বে বদল আনার জন্য সোনিয়া গান্ধীকে পাঠানো চিঠিতে যে ২৩ জন কংগ্রেস নেতা সই করেছিলেন, গুলাম নবি আজাদ ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তিনি ছাড়াও মতিলাল ভোরা, অম্বিকা সোনি, মল্লিকার্জুন খাড়গে ও লুইজিনহো ফলেরিওকেও জেনারেল সেক্রেটারির পদ থেকে সরানো হয়েছে। অন্যদিকে দলের সিদ্ধান্তগ্রহণকারী মাথার অন্তর্ভুক্ত হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, রণদীপ সিং সুরজেওয়ালা, জিতেন্দ্র সিং ও তারিক আনওয়ার।

অন্যদিকে দলের বিরোধী নেতা অধীর রঞ্জন চৌধুরীকে এই দলে রাখা না হলেও তাঁকে একটি গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গে বর্ষিয়ান নেতা সোমেন মিত্রর মৃত্যুর পর এই রাজ্যের সভাপতির পদ গ্রহণ করেছেন।