দেশনিউজ

কঙ্গনাকে সমর্থন, প্রাক্তন নৌসেনা অফিসারকে আক্রমণ শিবসেনার

Advertisement

মুম্বই: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় উদ্ধব ঠাকরের বিরুদ্ধে কার্টুন ছড়ানোর অভিযোগ উঠেছে মুম্বাইয়ের এক অবসরপ্রাপ্ত নৌসেনার বিরুদ্ধে। অবসরপ্রাপ্ত ওই নৌসেনা আধিকারিক মদন শর্মা মুম্বইয়ের কান্দিভেলির বাসিন্দা। এই দিন সোশ্যাল মিডিয়ায় উদ্ধব ঠাকরের বিরুদ্ধে ছবি শেয়ার করার কারণে তার ওপর চড়াও হয় শিব সৈনিকরা।

আট থেকে দশজন শিবসৈনিকদের বিরুদ্ধে তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে শুক্রবার উদ্ধব ঠাকরেকে ব্যঙ্গ করে একটি ‘কার্টুন’ আবাসনের বাসিন্দাদের হোয়াটস অ্যাপ গ্রুপে শেয়ার করেছিলেন প্রাক্তন নৌসেনা আধিকারিক মদন শর্মা, আর এই ঘটনার পর তার ওপর চড়াও হয় শিবসেনা কর্মীরা। এমনকি বাড়ি থেকে ডেকে তাঁকে চরম হেনস্থা করে শিবসেনা কর্মীরা। এরপর তার গায়েও হাত তোলা হয় এবং প্রবল মারধর করা হয় বলে অভিযোগ।

এই ঘটনার পর ওই আধিকারিক স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেন। এমনকি প্রাক্তন আধিকারিকের অভিযোগের ভিত্তিতে তদন্তেও নেমেছে মুম্বই পুলিশ। এই ঘটনার ভিত্তিতে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে, বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াতও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। প্রসঙ্গত, চলতি সপ্তাহের প্রথম থেকেই কঙ্গনা রানাউত আর শিবসেনার বাগবিতন্ডায় উত্তপ্ত গোটা মহারাষ্ট্র।

মুম্বাইয়ের সিনেমা মাফিয়া থেকে মাদক চক্র কোনোকিছু নিয়েই বলতে ছাড়েনি বলিউড ক্যুইন কঙ্গনা রানাউত। এরপরেই শিবসেনার সঙ্গে একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়েন কঙ্গনা। রাতারাতি তার অফিস ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বিএমসি, মুম্বাই সরকারের যুক্তি এই সম্পত্তি ছিলো বেআইনি।

 

Related Articles

Back to top button