Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

NEET পরীক্ষার্থীদের জন্য সকাল থেকে চলছে মেট্রো

কলকাতা: আগামিকাল, সোমবার থেকে সাধারণের জন্য মেট্রো পরিষেবা চালু হলেও আজ, রবিবার NEET পরীক্ষার জন্য স্পেশাল মেট্রো চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির মধ্যে ঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে একটা সংশয়…

Avatar

কলকাতা: আগামিকাল, সোমবার থেকে সাধারণের জন্য মেট্রো পরিষেবা চালু হলেও আজ, রবিবার NEET পরীক্ষার জন্য স্পেশাল মেট্রো চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির মধ্যে ঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে NEET পরীক্ষার্থীদের মধ্যে। কারণ, করোনার জন্য লোকাল ট্রেন কার্যত বন্ধ। পর্যাপ্ত পরিমাণে বাস নেই বলেও অভিযোগ করা হয়েছে। তাই সে কথা মাথায় রেখে মেট্রো পরিষেবা চালু করেছে কলকাতা মেট্রো আজ সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত চলাচল করবে মেট্রো।

সোমবার থেকে যে মেট্রো পরিষেবা সাধারণের জন্য চালু করার কথা বলা হয়েছে, সেখানে স্মার্ট কার্ড এবং সঙ্গে ই-পাস রাখার নির্দেশ দেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু এমন কোনও নির্দেশ NEET পরীক্ষার্থীদের ক্ষেত্রে নেই। শুধুমাত্র অ্যাডমিট কার্ড থাকলেই প্রবেশাধিকার পাওয়া যাবে বলে জানা গিয়েছে। প্রত্যেক NEET পরীক্ষার্থীদের সঙ্গে একজন অভিভাবককে ছাড় দেওয়া রয়েছে। যাদের স্মার্টকার্ড থাকবে না তাদের ক্ষেত্রে পেপার টিকিটের ব্যবস্থা করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দীর্ঘ লকডাউন ও করোনা পরিস্থিতির মধ্যে যখন লোকাল ট্রেন চলছে না, তখন একমাত্র মেট্রোই ভরসা হয়ে দাঁড়িয়েছে NEET পরীক্ষাথীদের সামনে। যদিও রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে, আজ NEET পরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণে বাস চালানো হবে বিভিন্ন রুটে। সব মিলিয়ে পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেদিকে নজর রাখছে রাজ্য সরকার।

About Author