দেশনিউজ

শীতেও লাদাখ পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি শুরু ভারতীয় সেনার

Advertisement

প্রতিদিনই নতুন নতুন এক একটি ঘটনায় চিনের সাথে ভারতের সম্পর্ক এক ধাপ করে খারাপের দিকে এগোচ্ছে। এছাড়াও প্রতিবার নিজের দেশকে সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নতুন অস্ত্রেরও ব্যবহার করেছে ভারতের সেনাবাহিনী।

চিন আর ভারতের সম্পর্ক এখন সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাড়িয়েছে। কিন্তু এবার সীমান্তের বিবাদে কাঁটা হতে পারে প্রকৃতি, কারণ আর কিছুদিন বাদেই শীত চলে আসবে। নভেম্বর, ডিসেম্বর মাসে লাদাখে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিসেলসিয়াস এ নেমে যাবে তাই বিশেষ ধরনের তাঁবু পাঠানো হয়েছে, তার মধ্য একসঙ্গে ৮ থেকে১০ জন সেনা থাকতে পারবেন৷ এছাড়াও শত্রু পক্ষকে হারানোর পাশাপাশি সেনাদের দেওয়া হবে পর্যাপ্ত ব্যবস্থা।

শীতে ব্যবহৃত সরঞ্জাম এবং তাপ নিয়ন্ত্রক জিনিসের পাশাপাশি থাকবে আরো অনেক আধুনিক সরঞ্জাম। ফাইবার প্লাস্টিকের ইগলু, তাঁবু এবং বিশেষ তুষার বুটের জন্য বিপুলভাবে আবেদন করা হয়েছে। যাতে কোনোভাবেই শীতে ভারতীয় সেনার লড়াই করতে সমস্যা না হয়।

দুদিন আগেই মস্কোয় দুই দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ওয়াং ই-এর মধ্যে বৈঠকের পর থেকেই কয়েক দিন ধরে প্যাংগং লেকের উত্তর দিকে ফিঙ্গার থ্রি এবং ফিঙ্গার ফোরের মধ্যবর্তী এলাকায় দু দেশেরই প্রায় দেড় থেকে দুই হাজার সেনা মুখোমুখি অবস্থানে রয়েছে৷ কিছুদিন আগেই ইনস্টিটিউট অফ ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসের গবেষক কর্নেল বিবেক চদ্দা বলেন,”ভারতীয় সেনাবাহিনী এবং চিনের সেনা দু’পক্ষই এলএসি-র কিছু অংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান দখলের চেষ্টা করতে পারে”। তাই এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে জোরকদমে।

Related Articles

Back to top button