দেশনিউজ

ভারতে কবে আসছে করোনা ভ্যাকসিন? জানিয়ে দিল কেন্দ্রীয়মন্ত্রী

Advertisement

নয়াদিল্লি: করোনা ভাইরাসে কার্যত গোটা বিশ্ব নাজেহাল হয়ে উঠেছে। পৃথিবীটা কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সমস্ত দেশের বিজ্ঞানীরা এই মহামারীর ভ্যাকসিন আবিষ্কারের জন্য কার্যত নাওয়া-খাওয়া ভুলে কোমর বেঁধে কাজে লেগে পরেছেন। এরই মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের শেষ করে ফেলেছে।

তৃতীয় তথা শেষ পর্যায়ের ট্রায়াল কিছুটা স্থগিত করা হলেও গতকাল, রবিবার থেকে ফের ব্রিটেন সরকার এই ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে। ভারতও পিছিয়ে নেই। এ দেশ নিজে ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে এবং সেটিরও ট্রায়াল চলছে। কিন্তু কবে আসবে বাজারে ভ্যাকসিন? কবে এই মারণরোগ থেকে রেহাই পাবে বিশ্ববাসী? এই প্রশ্ন যখন সব মহলে ঘোরাফেরা করছে, ঠিক তখনই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছেন যে, আগামী মার্চেই করোনা ভ্যাকসিন এ দেশে আসতে চলেছে। এমনকি কারও কোনও বিষয়ে সন্দেহ থাকলে তিনি এই ভ্যাকসিনের প্রথম ডোজ নিজের শরীরে নেবেন বলেও দাবি করেছেন তিনি।

এর আগেও করোনা ভ্যাকসিন নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে হর্ষবর্ধনকে। যদিও এর আগে তিনি বলেছিলেন এ বছরের শেষেই করোনার ভ্যাকসিন বাজারে আসবে। কিন্তু এবার আরও কিছুটা সময় তিনি নিলেন। করোনার ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কারোর কোনও চিন্তা করার কারণ নেই। আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না। আগামী মার্চের মধ্যেই বাজারে করোনা ভ্যাকসিন আসবে। আমার কথার ওপর যদি কারও কোনও সন্দেহ হয়, তাহলে আমি বলছি সেই ভ্যাকসিনের প্রথম ডোজ আমি আমার শরীরে নেব।’ ঠিক এভাবেই আরও একবার বাজারে করোনা ভ্যাকসিনের আসা নিয়ে এমন মন্তব্য করলেন হর্ষবর্ধন।

Related Articles

Back to top button