কলকাতানিউজ

এত ফাঁকা মেট্রো এর আগে কেউ দেখেনি, মেট্রো ব্যবস্থায় খুশি যাত্রীরা

Advertisement

কলকাতা: দীর্ঘ ছ’মাস পর আজ, সোমবার ফের সাধারণের জন্য মেট্রো পরিষেবা চালু হল। সকাল আটটা থেকে চালু হয়েছে এই পরিষেবা। অন্তিম স্টেশন থেকে সন্ধে সাতটায় শেষ মেট্রো ছাড়বে। প্রথম দিনের মেট্রো পরিষেবায় এখন পর্যন্ত ভিড় নেই বললেই চলে। অথচ এর আগে বোধ হয় কেউ কখনও এতো ফাঁকা মেট্রোয় ওঠেনি। যেভাবে স্বাস্থ্যবিধি মেনে মেট্রো পরিষেবা চলছে তাতে খুশি যাত্রীরা।

শহীদ ক্ষুদিরাম থেকে কলকাতায় আসা-যাওয়া করা এক যাত্রী জানালেন, ‘এর আগে এত ফাঁকা মেট্রোয় কখনও উঠিনি। যেভাবে করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে মেট্রো পরিষেবা চলছে, তাতে আমরা খুব খুশি। এদিককার মানুষদের কলকাতার প্রাণকেন্দ্রে যেতে হলে এতদিন বাসে করে যেতে হচ্ছিল। এর ফলে আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। মেট্রো চলার সময় একটু কম লাগবে বলেই মনে করছি। অনেক এতে সুবিধা হচ্ছে। খুব খুশি আমরা মেট্রো পরিষেবা আবার চালু হয়েছে বলে।’

এবার এক নজরে আরও একবার দেখে নিন মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কী কী বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।…

● যেসব যাত্রীদের কাছে স্মার্টকার্ড থাকবে তারাই মেট্রো পরিষেবা পেতে পারবে।

● শুধু স্মার্টকার্ড নয়, এর সঙ্গে ই-পাস থাকতে হবে। না হলে মেট্রোয় প্রবেশাধিকার মিলবে না।

● কলকাতা মেট্রোর ওয়েবসাইট এবং রাজ্য সরকারের পথদিশা অ্যাপ থেকে এই ই-পাস সংগ্রহ করা যাবে। এছাড়াও প্রত্যেকটি স্টেশনের গায়ে কিউআর কোড দেওয়া থাকবে। সেই কিউআর কোড স্ক্যান করেও যাত্রীরা ই-পাস পেতে পারবে।

● আরপিএফ এবং রাজ্য পুলিশ যৌথভাবে ভিড় নিয়ন্ত্রণ থেকে সমস্ত কিছু দেখাশোনা করবে।

● মেট্রো স্টেশনে ঢোকার সময় থাকবে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা।

● প্লাটফর্মে দাঁড়ানোর জন্য গোল গোল করে হলুদ এবং কালো রং দিয়ে মার্কিং করে দেওয়া হয়েছে।

● যারাই মেট্রো পরিষেবা পেতে চাইবে, তাদের প্রত্যেককে মাস্ক পড়ে চলাফেরা করা বাধ্যতামূলক।

Related Articles

Back to top button