পাকিস্তান : ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের জন্য কড়া পদক্ষেপ নিলো ইমরান সরকার। ধর্ষণ করলে ওষুধ প্রয়োগ করে যৌন ক্ষমতা কমানোর শাস্তির প্রস্তাব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ ইমারান খান জানিয়েছেন, ধর্ষণের মতো অপরাধে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো উচিৎ৷
কিন্তু এই ধরনের শাস্তি দিলে আন্তর্জাতিক মহলের নানা সমস্যা হতে পারে, তাই রাসায়ণিক প্রয়োগ করে অপরাধীর যৌনক্ষমতা কমানোই উচিত শাস্তি বলে মনে করেন পাক প্রধান্মন্ত্রী ইমরান খান। সম্প্রতি লাহোরের হাইওয়েতে নিজের দুই সন্তানের সামনেই গণধর্ষণের শিকার হয়েছেন এক মহিলা৷ যার এই ভয়ানক ঘটনার পরেই প্রতিবাদের আন্দোলন শুরু হয়েছে পাকিস্তানে৷
রাতে কোনও পুরুষ সঙ্গী ছাড়াই ওই মহিলা কেন একা গাড়ি নিয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্ন তুলে নির্যাতিতাকেই দোষারোপের চেষ্টা করেন এক পুলিশ আধিকারিক৷ আর এই ঘটনার পরই মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করেন।
আর এই ঘটনার পরেই সংবাদমাধ্যমে ইমরান খান জানান, “জঘন্যতম যৌন অপরাধগুলির ক্ষেত্রে অভিযুক্তদের জনসমক্ষে ফাঁসি দেওয়া উচিত৷ কিন্তু এমন পদক্ষেপ করলে সেক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উপরে এর প্রভাব পড়তে পারে৷ আমার মতে রাসায়ণিক প্রয়োগ করে অভিযুক্তের যৌন ক্ষমতাই নষ্ট করে দেওয়া উচিত”।