ক্রিকেটখেলানিউজ

আইপিএল সরাসরি দেখা যাবে না পাকিস্তানে, চুক্তি করেনি স্টার স্পোর্টস

Advertisement

বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে কার্যত বাইশ গজে ব্যাট-বলের লড়াই বন্ধ ছিল। তবে সেই বন্ধ দরজা খুলতে চলেছে আইপিএলের মাধ্যমে। অন্যান্য দেশে ক্রিকেট শুরু হলেও ভারতের পক্ষ থেকে লকডাউনের পর এই প্রথম আইপিএলের মাধ্যমে বাইশ গজের পা রাখবেন ক্রিকেটাররা। তবে এ দেশে নয়, করোণা পরিস্থিতিতে দেশের অবস্থা উদ্বেগজনক বলে সংযুক্ত আরব আমিরশাহীকে আইপিএলের ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। যদিও বালির দেশেও দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবে না। সকলকে চোখ রাখতে হবে টিভির পর্দায়। বিশ্বের মোট 120টি দেশে সরাসরি সম্প্রচার হবে আইপিএলের। তবে বঞ্চিত থাকবে পাকিস্তান ক্রিকেটভক্তরা। কারণ, পাকিস্তানে আইপিএলের সরাসরি সম্প্রচার হবে না।

বিশ্বের 120টি দেশের সম্প্রচার সংস্থার সঙ্গে স্টার স্পোর্টস লাইভ স্ট্রিমিং-এর চুক্তি করলেও পাকিস্তানের কোনও সম্প্রচার সংস্থা সঙ্গে চুক্তি করেনি স্টার স্পোর্টস। এর ফলে পাকিস্তানে এ বছরও আইপিএলের সরাসরি সম্প্রচার হবে না। স্টার স্পোর্টস-এর সাতটি আঞ্চলিক ভাষাতেও আইপিএলের ধারাভাষ্য শোনা যাবে বলে জানা গিয়েছে। তবে বঞ্চিত থাকবে পাকিস্তানই।

Related Articles

Back to top button