দিল্লিঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে তোলপাড় দিল্লির সফদরজং হাসপাতাল। আজ, বুধবার দুপুরে রাজধানীর হাসপাতালের বিল্ডিং এর ভেতর থেকে হঠাতই কালো ধোঁয়া বেরতে দেখা যায়।
এরপরেই হাসপাতালে চিৎকার চেচামেচি শুরু হয়, পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎই ওই বিল্ডিং সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। এরপরেই রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এমনকি ঘটনা শোনামাত্রই রোগীদের আত্মীয়রা হাসপাতাল চত্বরে ভিড় জমায়।
সব মিলিয়ে অল্প সময়ের মধ্যেই হাসপাতালে খারাপ অবস্থার সৃষ্টি হয়। আগুল লাগার খবর মিলতেই ঘটনাস্থলে যায় দমকলের সাতটি ইঞ্জিন। অল্প কিছুক্ষনের চেষ্টায় দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এখনো পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট নয়। অনেকের মতে আবর্জনার স্তূপ থেকে আগুন লেগেছিলো। কিন্তু তাও এখনো পুরো বিষয়টি খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আগুন লাগার ঘটনায় এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর না মিললেও করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। তবে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে কোন বড় ঘটনা ঘটেনি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব মিলিয়ে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।