ফের আবহাওয়ার পরিবর্তন, যে সব জেলায় নামবে ঝেঁপে বৃষ্টি

কলকাতা: বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিকে ফের ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। যার জেরে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যেতে পারে…

Avatar

কলকাতা: বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিকে ফের ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। যার জেরে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যেতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর। এর ফলেই রবিবার থেকে আগামী দু-তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ফের আবহাওয়ার পরিবর্তন, যে সব জেলায় নামবে ঝেঁপে বৃষ্টি

আবহাওয়া দফতরের তরফ থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাকে সতর্ক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। তবে ২১ সেপ্টেম্বর, সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।

ফের আবহাওয়ার পরিবর্তন, যে সব জেলায় নামবে ঝেঁপে বৃষ্টি

বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি মৎস্যজীবীদের ওই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই চলে গিয়েছেন তাদের ওই দিন বিকেলের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

About Author