Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা আবহের মধ্যেই পালন করা হচ্ছে পিতৃ তর্পণ

কলকাতা: 'বাজলো তোমার আলোর বেণু'.... করোনা পরিস্থিতির মধ্যে প্রত্যেক বছরের মতো এ বছরও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ এবং এই গানের মাধ্যমে সকল বাঙালি মহালয়ার শুভ সূচনা করেছে। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের…

Avatar

কলকাতা: ‘বাজলো তোমার আলোর বেণু’….
করোনা পরিস্থিতির মধ্যে প্রত্যেক বছরের মতো এ বছরও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ এবং এই গানের মাধ্যমে সকল বাঙালি মহালয়ার শুভ সূচনা করেছে। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয় এই মহালায়ায়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার এক রীতি পালন করা হয় এদিন। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে এই রীতি কি সঠিকভাবে পালন করা যাবে? এই প্রশ্ন কার্যত বেশ কয়েকদিন ধরে বাঙালি মনে ঘোরাফেরা করছিল।

আজ, বৃহস্পতিবার ভোর হতেই গঙ্গার ঘাটে ঘাটে দেখা মিলেছে অসংখ্য মানুষের। যারা পিতৃ তর্পণ করতে গিয়েছেন। সেখানে কার্যত কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের দল সামাজিক দূরত্ব বিধি মেনে পিতৃ তর্পণ করার ব্যবস্থা করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আহিরীটোলা ঘাট, বাগবাজার ঘাট, মায়ের ঘাট, বাবুঘাট, জাজেস ঘাট সহ সমস্ত জায়গায় সাদা গোল গোল দাগ করে সামাজিক দূরত্ববিধি মেনে যাতে পিতৃ তর্পণ করা যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। এমনকি যেসব ঘাটে ভিড় অনেক বেশি হয় সেইসব ঘাটে রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের দলকে।

এদিকে দক্ষিণেশ্বর ঘাট বন্ধ থাকলেও অন্যান্য ঘাটে জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছে ব্যারাকপুর কমিশনারেট। সব মিলিয়ে সকাল থেকেই সামাজিক দূরত্ববিধি মেনে করোনা আবহের মধ্যেই চলছে পিতৃ তর্পণ। যদিও একমাস পর পুজো, তবুও আজ থেকেই মায়ের আগমণির সুর বেজে উঠেছে সকল বাঙালির মনে। সকলের একটাই কামনা, মা এসে যেন এই মহামারিকে নির্মূল করে দেন।

About Author