মাদককাণ্ডে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর নাম উঠে এলে, আরও কিছু নাম উঠে আসে। রিয়া নিজেই ২৫ জন সেলিব্রেটির নাম প্রকাশ করে। যার মধ্যে থেকে ৫ জনের নাম প্রকাশ পায়। রাকুল প্রীত সিং হলেন রিয়ার পুরনো বন্ধু। যেখানে রিয়া স্পষ্টতই বলেছেন রাকুল প্রীত সিং ও সারা আলি খান প্রায়শই সুশান্তের বাগান বাড়িতে পার্টি করতে যেতেন এবং মাদক নিতেন। এবার এর বিরুদ্ধেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন রকুলপ্রীত।
রকুল প্রীত সিং এর অভিযোগ, শুটিংয়ের মাধ্যমে তিনি জানতে পারেন সারা আলি খান এবং তাঁর নামে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। মাদক সেবনের কথা বলা হচ্ছে। ড্রাগ গ্যাংয়ের সঙ্গে তাঁর নাম জড়ানো হচ্ছে। মিডিয়ায় তাঁকে নিয়ে রীতিমত হেনস্থা করা হচ্ছে। তাই এইবার বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী। তাঁর নামে ভুয়ো খবর মিডিয়ায় ছড়ানো হচ্ছে বলে দাবি করেন অভিনেত্রীর আইনজীবী অমন হিঙ্গোরানি (Aman Hingorani)। এরপরেই, বিচারপতি নবীন চাওলার এজলাসে (Justice Navin Chawla) মামলাটি উঠলে তিনি এ বিষয়ে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক, প্রসার ভারতী এবং প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার ( Press Council of India) মতামত জানতে চেয়ে নোটিস জারি করেছেন। চলুন নোটিশটি দেখে নিই আরও একবার।
HC seeks Centre’s stand on actor Rakul Preet Singh’s plea to stop broadcast of programs connecting her with Rhea Chakraborty drug case
— Press Trust of India (@PTI_News) September 17, 2020
হিন্দি ছবি ‘ইয়ারিয়া’ দিয়ে বলিউডে পা রাখেন রাকুল প্রীত সিং। এর আগে বহু তেলেগু মুভিতে অভিনয় করেন অভিনেত্রী। দিব্যি সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সুশান্ত মৃত্যুর পর গল্পের মোড় অন্যদিকে ঘুরতে লাগলো। রিয়া চক্রবর্তী, সারা আলি খান ও রাকুল প্রীত সিং এর মধ্যে এক নিবিড় বন্ধুত ছিল। যেদিন থেকেই রিয়া নিজের দোষ কবুল করেন সেদিন থেকেই সারা ও রাকুল প্রীতের নাম প্রকাশ্যে আসতে থাকে। মাদক কাণ্ডে নাম জড়িয়ে ফেলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং।