Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিৎ হয়ে পড়েছিল দেহ, আসেপাশে রক্তের দাগ, প্রয়াত শর্বরী দত্তের শরীর ঘিরে দানা বাঁধছে রহস্য

শর্বরী দত্তর মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ বাথ্রুমের ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় মৃতদেহ। মৃত্যুকালে এই বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের বয়স হয়েছিলো ৮০ বছর। পরিবার সূত্রে…

Avatar

শর্বরী দত্তর মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ বাথ্রুমের ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় মৃতদেহ। মৃত্যুকালে এই বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের বয়স হয়েছিলো ৮০ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর তেমন কোনও বড় অসুস্থতা ছিল না, কিন্তু কিছু হরমোনের ওষুধ নিয়মিত খেতেন।

চিৎ হয়ে পড়েছিল দেহ, আসেপাশে রক্তের দাগ, প্রয়াত শর্বরী দত্তের শরীর ঘিরে দানা বাঁধছে রহস্য

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখনও পর্যন্ত তাঁর শরীর NRS এই রয়েছে ময়না তদন্তের জন্য। তবে পুলিশ সূত্রে খবর,শর্বরী দত্তের বাথরুমের প্রবেশ পথটি ছিল একটি নীচু৷ একটি শিঁড়ির ধাপ নেমে যেতে হত৷ সেখানেই সম্ভবত তিনি পিছলে পড়েন৷ পা পিছলে পরে যাওয়াতে বাঁ পায়ে গোড়ালি কেটে যায় এবং সেখানে থেকেই রক্ত বেড়িয়ে তা বাথরুমের মেঝেতে পরেছিল। সুত্রের খবর, তেমন কোনও বড় অসুস্থতা শর্বরী দত্তের ছিল না। সম্ভবত হার্ট অ্যাটাকেই মারা গেছেন বলে অনুমান পুলিশের।

চিৎ হয়ে পড়েছিল দেহ, আসেপাশে রক্তের দাগ, প্রয়াত শর্বরী দত্তের শরীর ঘিরে দানা বাঁধছে রহস্য

টলিউড হোক বা বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান যোগ্যতা ধরে রেখেছিলেন শর্বরী। কাকে না সাজায়নি শর্বরী। বলিউডের ঐশ্বর্য রাই হোক বা বিদ্যা বালান, এদিকে টেলি স্টার হোক বা ঋতুপর্ণা, প্রসেনজিত, সৃজিত সবাইকেই সুন্দর পোশাকে সাজিয়েছিলেন শর্বরী। উল্লেখ্য, ঋতুপর্ণার বিয়ের এবং বৌভাতে তাঁর স্বামী সঞ্জয়ের পাঞ্জাবি ডিজাইন করেছিলেন শর্বরী।

চিৎ হয়ে পড়েছিল দেহ, আসেপাশে রক্তের দাগ, প্রয়াত শর্বরী দত্তের শরীর ঘিরে দানা বাঁধছে রহস্য

চিৎ হয়ে পড়েছিল দেহ, আসেপাশে রক্তের দাগ, প্রয়াত শর্বরী দত্তের শরীর ঘিরে দানা বাঁধছে রহস্য

আজ মর্মাহত টলিউড ইন্ডাস্ট্রি সমেত সম্পূর্ণ ফ্যাশন মহল। এ এক বিরাট ক্ষতি ফ্যাশন ইন্ডাস্ট্রির।

About Author