সৌদি আরব: ভয়াবহ আগুনে জ্বলছে সৌদি আরবের মক্কার আমাদ পাহাড়। আগুনের গতি এতোটাই বেশি যে তাতে পুড়ে ছাইথয়ে গেছে অসংখ্য গাছ। সূত্রের খবর অনুযায়ী, মায়সানের জাবাল আমাদ পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথম আগুন ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। পাহাড়ি গাছের কারণে দ্রুতই এই আগুন ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে আল তাইফ শহরের সিভিল ডিফেন্স ফোর্সের কর্মীদের।
#مدني_ميسان
يباشر حريق اندلع بمجموعة أشجار
في جبل " عمد " بمركز ثقيف
.. لازالت الفرق تعمل على إطفاء الحريق#حريق_جبل_عمد pic.twitter.com/je9PMJVq3M— إمارة منطقة مكة المكرمة (@makkahregion) September 16, 2020
প্রশাসনের তরফে ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেই ভিডিও দেখে ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে পড়েছে নেটিজেনরা। ভিডিওতে দেখা গিয়েছে পাহাড়ের একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুনের তাণ্ডবলীলা চলছে। আর আগুনের ধোঁয়ায় চারিদিক কালো হয়ে গিয়েছে। সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভয়াবহ আগুনে চমকে উঠেছিলো পৃথিবীবাসি। আর এদিন আবার মক্কার আমাদ পাহাড়।