নয়াদিল্লি: অনলাইন ক্লাসে সব ছাত্র ছাত্রীদের নিয়ে আসা যাচ্ছে না বলে দ্বাদশ ও দশম শ্রেণীর মেজর বিষয়গুলিতে সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিল আইসিএসই বোর্ড। এই নিয়ে দ্বিতীয় দফায় সিলেবাস কমালো বোর্ড। কেমিস্ট্রি, অঙ্ক, ফিজিক্স, বায়োলজি, ইকোনমিক্স, ইংরেজির মত বিষয় গুলিতে কমানো হল সিলেবাস।
বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে আইসিএসই বোর্ড অনুমোদিত স্কুলগুলিতে অনলাইনে ক্লাস চলছে। আর স্কুল বন্ধ থাকার কারণে অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া অসম্ভব হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভাবে অনলাইনে ক্লাসের মাধ্যমে থিয়োরি ক্লাস হলেও নেওয়া সম্ভব হয় না প্র্যাক্টিকাল ক্লাস।
প্রসঙ্গত, করোনা আবহে চলতি বছরের তৃতীয় মাস থেকে বন্ধ করা হয়েছে সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খোলার সাহস পাচ্ছে না কেন্দ্র। বার বার খোলার সিদ্ধান্ত নিলেও একাধিক হারে করোনা সংক্রমণের জেরে বার বার পেছানো হয়েছে স্কুল খোলার দিন। তাই এবার বাধ্য হয়ে সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিলো আইসিএসই বোর্ড।
বৃহস্পতিবার রাতেই বোর্ডের তরফে নোটিফিকেশন দিয়ে বিস্তৃত আকারে জানিয়ে দেওয়া হয়েছে গোটা বিষয়। বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসে লগ ইন করলেও কোথাও কোথাও নেটওয়ার্ক সমস্যা আবার কারোর অ্যান্ড্রয়েড ফোন না থাকার সমস্যা থাকায় ৬০ থেকে ৬৫ শতাংশ ছাত্র ছাত্রীরা শুধুমাত্র অনলাইন ক্লাসে লগ ইন করছে বলে জানা গিয়েছে। ছাত্রদের পড়াশোনার কথা মাথায় রেখেই দশম ও দ্বাদশ এই দুই শ্রেণীতেই সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিএসই বোর্ড।