ওয়াশিংটন: ভারতের পর এবার আমেরিকা। রবিবার থেকে আমেরিকায়ও নিষিদ্ধ হতে চলেছে দুই চিনা জনপ্রিয় অ্যাপ টিকটক এবং উই চ্যট। শুক্রবার আমেরিকা থেকে জানানো হয়েছে তাদের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা। তারা জানিয়েছে দেশের নিরাপত্তার কথা ভেবেই এই অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷
কিছু দিন আগেই নিরাপত্তার কারণে ভারতে ব্যান করা হয়েছিলো বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ। তার কয়েক দিনের মধ্যেই ফের ব্যন করা হয় পাব-জি। সব মিলিয়ে চিনের অনেক আর্থিক ক্ষতি হয়েছে।
শোনা গিয়েছে টিকটক কে আমেরিকার সংস্থার কাছে বিক্রির চেষ্টাও চালিয়েছে ট্রাম্প সরকার৷ এদিন আমেরিকার বাণিজ্য সচিব উইলবার রস একটি বিবৃতিতে শুক্রবার জানিয়েছেন, ‘‘চিনা কমিউনিস্ট পার্টি এই অ্যাপগুলির মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং অর্থনীতিকে বিপজ্জনক অবস্থায় ফেলতে চাইছে৷ ’’