দিঘা : দিঘা মোহনাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল মৎসজীবীদের ৯ টি বালাঘর। যার জেরে ক্ষতি হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার ইলিশ মাছ। এছাড়াও পুড়েছে আরো কয়েকটি আড়ৎ। এভাবে মাছের আড়তে আগুন লাগার ঘটনায় কার্যত সিঁদুরে মেঘ দেখছেন মাছ ব্যবসায়ীরা।
কারণ বেশ কয়েক সপ্তাহ ধরেই বাজারে বেড়েছে ইলিশের চাহিদা তার মাঝে এই অঘটন যথেষ্ট চিন্তার কারণ। পুজোর আগে মাছের ক্ষতি মাছ ব্যবসায়ীদের কাছে এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজ ভোররাতে আচমকাই আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। আগুন কিভাবে লাগলো তা এখনো জানা যায়নি। কিন্তু এই আগুন মুদির দোকান, সেলুন গ্যাস, থার্মোকল, মোবিল, মাছের স্টোর সহ বাজারের একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।