Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মুখের মধ্যে জিভ স্পর্শ করে জোর করে চুম্বন করত অনুরাগ, বোমা ফাটালেন কঙ্গনা রানাউত

Updated :  Monday, September 21, 2020 1:23 PM

সুশান্ত কেসে সুশান্ত হারিয়ে গেলেও, উঠে এসেছে বলিউডের অনেক কালা দিক। রঙ্গিন পর্দার ওপারে যেই অন্ধকার দিক রয়েছে তা দরশক বা শ্রোতাদের বোঝা মুশকিল। কিন্তু যখন ন্যায়ের দামামা বাজে তখন কিছু মানুষ গর্জে ওঠে। সেইরকমই একের পর এক পর্দা ফাঁস হতে চলেছে বলিউডের। স্বজনপোষণ থেকে মাদক কাণ্ড, এরপর এই জল এসে দাঁড়িয়েছে যৌনতায়।

বিশেষ ভাবে উল্লেখ্য, পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে FIR দায়ের করতে চলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। ২০১৫ সালে অনুরাগের বাড়িতে পায়েল ঘোষের শ্লীলতাহানি করা হয়েছিল এবং তাঁর সঙ্গে নোংরা আচরণ করা হয়েছিল, এমনকি অডিশনের নাম করে বন্ধ ঘরের মধ্যে নীল ছবি চালিয়ে অনুরাগ তাঁর সঙ্গে অশ্লীল ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন পায়েল – এই ভিত্তিতেই কাগজপত্র তৈরি করা হচ্ছে। ২১ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করা হবে বলে সূত্রের খবর।

এর পরেই, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, পায়েল যেন তাঁর অভিযোগের প্রতিলিপি তাঁকে পাঠিয়ে দেন। এরপর তা খতিয়ে দেখা হবে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়ে তাঁকে পালটা ধন্যবাদ জানান পায়েল ঘোষ। পায়েলের পর মুখ খোলেন কঙ্গনাও। কঙ্গনার বক্তব্য শুনলে হয়তো আপনারও চোখ কপালে উঠবে।

‘আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছে, যখন আমচকাই ভ্যান বা ঘরের দরজা লক করার পরে নিজেদের যৌনাঙ্গ বার করেছে, কিংবা বা পার্টিতে ডান্স ফ্লোরে বন্ধুত্বপূর্ণ নাচের সময় মুখের মধ্যে জিভ স্পর্শ করেছে

অনুরাগ কাশ্যপ নিজের ফ্ল্যাটে ডেকে তাঁকে শ্লীলতাহানি করেন : কঙ্গনা রানাউত।

এরপরে নিজের সাফাই দেন বিখ্যাত পরিচালক অনুরাগ। ট্যুইট করে জানান – ‘বাহ! আমায় চুপ করানোর জন্য এত সময় লাগল। সেই চেষ্টায় আপনি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলেছেন এবং নিজে মহিলা হওয়া সত্ত্বেও অন্য মহিলাদের টেনে এনেছেন। কিছু মর্যাদা রাখুন ম্যাডাম। আমি শুধু বলব আপনার সব অভিযোগ ভিত্তিহীন।’