বসিরহাটের তৃণমূল সাংসদকে কেন সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ করতে হল? এই কয়েকদিন আগে আরেক তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকেও পুলিশের দ্বারস্থ হতে হয়েছিলো এখন আবার নুসরত। বলি হচ্ছেটা কি? তাহলে খুলেই বলি। লকডাউনে ঘরে বসে বানান নতুন বন্ধু, এরকমই একটি ভিডিয়ো চ্যাট অ্যাপের ফেসবুক বিজ্ঞাপনে জ্বলজ্বল করছে অভিনেত্রী-সাংসদ নুসতর জাহানের ছবি। দেখে মনে হচ্ছিল নুসরত স্বয়ং ডেটিং চ্যাটের বিজ্ঞাপন দিচ্ছে। ফ্যান্সিইউ নামের এক ভিডিয়ো চ্যাট সংস্থা নুসরতের ছবি ব্যবহার করেছেন অভিনেত্রীর অনুমতি ছাড়াই। এখানেই বিগড়ে গেছে গোটা বিষয়। বিনা অনুমতিতে একজন সাংসদ অভিনেত্রীর ছবি কীভাবে ওই সংস্থা ব্যবহার করেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। অভিনেত্রী এই ব্যপারেই লিখিত অভিযোগ দায়ের করেন।
This is totally unacceptable – using pictures without consent. Would request the Cyber Cell of @KolkataPolice to kindly look into the same. I am ready to take this up legally. ?@CPKolkata https://t.co/KBgXLwSjR4
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) September 21, 2020
এদিন নুসরত কলকাতা পুলিশ ও কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মার অফিসিয়্যাল টুইটার হ্যান্ডলকে ট্যাগ করে লেখেন- “এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না- অনুমতি ছাড়া এইভাবে ছবির ব্যবহার। কলকাতা পুলিশের সাইবার সেলকে বিষয়টি খতিয়ে দেখবার অনুরোধ জানাচ্ছি। আমি বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেব।”
নুসরত তাঁর এই অভিযোগ পত্রে জানিয়েছেন- ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি এটি একটি ডেটিং অ্যাপ। যা গুগল প্লে স্টোরে রয়েছে। এই বিজ্ঞাপনটি ভুয়ো এবং বিদ্বেষ ছড়ানোর জন্য ব্যবহৃত। আমার পক্ষে এটা এক্কেবারে গ্রহণযোগ্য নয়’।