দেশে মোট করোনা সংক্রমণ ৫৬ লক্ষ, বাড়ছে সুস্থতার হার

নয়াদিল্লি: করোনা এমন একটা শব্দ গোটা বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। এই করোনা প্রকোপে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে ৫৬ লক্ষ ৪৬ হাজার মানুষ। সরকারি রিপোর্ট বলছে, মৃত্য়ুর হার ১.৫৯…

Avatar

নয়াদিল্লি: করোনা এমন একটা শব্দ গোটা বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। এই করোনা প্রকোপে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে ৫৬ লক্ষ ৪৬ হাজার মানুষ। সরকারি রিপোর্ট বলছে, মৃত্য়ুর হার ১.৫৯ শতাংশ। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮১ শতাংশে। এখনও পর্যন্ত ৪৫ লভ ৪৭ হাজার মানুষ সুস্থ হয়েছেন।

তবে করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর সঙ্গে কমেছে মৃত্যুর হারও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৩,৫২৭। মৃত্যু হয়েছে ১০৮৫ জনের।  ফলে এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৯০ হাজার।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, করোনা পরীক্ষার হার বৃদ্ধির ওপর সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে। একদিনে ১২ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে। সরকারের এই পদক্ষেপ নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মোট সাড়ে ৬ কোটি করোনা পরীক্ষা সম্ভব হয়েছে বলে খবর। এই মুহূর্তে সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত। দিনে সংক্রমণ নিরিখে বিশ্বে প্রথম হলেও সুস্থতার হারে এগিয়ে রয়েছে ভারত। এটাই একটু স্বস্তি দিচ্ছে দেশবাসীকে।

About Author