সোমনাথ বিশ্বাস: আগামী ১৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এই বছরের রাখীবন্ধন উৎসব। চিরাচরিত প্রথা মেনে এদিন দাদা বা ভাইদের হাতে রাখী বেঁধে দেবে বোন। সঙ্গে থাকবে দাদা-ভাইয়ের প্রতি বোন এবং বোনের প্রতি দাদা-ভাইদের মনস্কামনা। এবছর রাখীপূর্ণিমা তিথি পড়েছে ১৪ই আগস্ট বিকেল ৩:৪৫ মিনিটে। আর পূর্ণিমা তিথি ছাড়ছে ১৫ই অগাস্ট বিকেল ৫:৫৯ মিনিটে। ১৪ই আগস্ট থেকে পূর্ণিমার তিথি পড়ে গেলেও রাখী বন্ধনের পর্ব সম্পন্ন হবে ১৫ই আগস্ট। এবার শ্রাবণ মাসে রাখীপূর্ণিমার শুভ দিন পড়ার জন্য জ্যোতিষ শাস্ত্র মতে বলা হচ্ছে, দিনের যে কোনো সময়ই প্রানো যাবে রাখী।
জ্যোতিষী দের মতে এবছর রাখী পরানোর সেরা সময় হচ্ছে ১৫ তারিখ ভোর ৫.৫৪ থেকে বিকেল ৫.৫৯ পর্যন্ত। আর এই সময়ের মধ্যে দাদা বা ভাইদের হাতে রাখী পরানো সবচেয়ে শুভ বলে বলা হচ্ছে এবার। একই সঙ্গে জ্যোতিষীদের মতে, এই সময়ের বাইরে রাখী পরালে রাহুর প্রকোপ পড়তে পারে, হতে পারে অনিষ্টও। তাই এই নির্দিষ্ট সময়ের মধ্যেই রাখী পরিয়ে ফেলা ভালো।