নিউইয়র্ক: এ যেন এক অভূতপূর্ব সিদ্ধান্ত। করোনা পরিস্থিতিতে যখন গোটা বিশ্ব উদ্বেগের মধ্যে রয়েছে, ঠিক তখন আরও একবার চন্দ্রাভিযানের ক্ষেত্রে অভিনব উদ্যোগ নিতে চলেছে নাসা। আবার চাঁদে পা রাখার কথা ভাবছে নাসা। তবে এবার কোনও পুরুষ নয়, চাঁদে প্রথম পা রাখতে চলেছে কোনও নারী।
ভারতীয় পুরাণ এবং সংস্কৃত সাহিত্য স্পষ্ট ভাবে বলে- চাঁদ না কি রমণীদের অতীব প্রিয়! সে কথা মাথায় রেখেই কি ফের চন্দ্রাভিযানে উদ্যোগ নিল নাসা? জানা গিয়েছে, ২০২৪ এ আবার কোনও নভশ্চরকে চাঁদে পাঠাবে নাসা। তবে এ বার চাঁদের বুকে প্রথম পা রাখবেন কোনও নারী। তার পর আসবে পুরুষের পালা। সম্প্রতি এই খবর আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছেন নাসা কর্তৃপক্ষ। এর জন্য খরচ হতে পারে ২৮ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে শুধু ১৬ বিলিয়ন মার্কিন ডলার-ই খরচ হবে চন্দ্রযান নির্মাণে।
তবে এই খরচকে তোলার জন্য ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সম্মতি প্রদানপত্র পাঠিয়েছে নাসা। সরকার এই সম্মতিপত্র সই করলেই খরচ নিয়ে আর নাসা কর্তৃপক্ষকে ভাবতে হবে না। তবে সবটাই করতে হবে নভেম্বরের আগে।
কারণ, নভেম্বর মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর সেখানে যদি ট্রাম্প পুনরায় ক্ষমতায় না আসেন, তাহলে নতুন প্রেসিডেন্টের কাছে সম্মতি চাইতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। যদিও সময় রয়েছে, তবুও চন্দ্রযান তৈরি করতেই সেই সময় কেটে যাবে বলে নাসা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। তাই দেরি না করে তড়িঘড়ি হোয়াইট হাউসে সম্মতিপত্র পাঠিয়ে দিয়েছে নাসা।
তবে খরচ যাই হোক চাঁদে প্রথম কোনও নারী পা রাখবে। আর এই সিদ্ধান্ত নাসার তরফ থেকে একটা অভিনব সিদ্ধান্ত, তা বলাই যায়। এই মাহেন্দ্রক্ষণ বৈজ্ঞানিক ইতিহাসের একটা মাইলস্টোন সৃষ্টি করবে বলেই মনে করছে বিজ্ঞানী মহল।