টেক বার্তা

নতুন অবতারে আসল TVS Apache RTR, জানুন গাড়িটির দাম

Advertisement

জনপ্রিয় মোটরবাইক প্রস্তুতকারী কোম্পানি TVS Motor খুব শীঘ্রই ভারতের বাজারে নয়া ডিজাইন ও স্পেসিফিকেশনে আপডেটেড Apache RTR 200 4V লঞ্চ করতে চলেছে। নয়া এই বাইকটি দেখতে যেমন আকর্ষণীয় সেই সাথে আছে অত্যাধুনিক স্পেসিফিকেশনের সম্ভার। এই বাইকটি বিশেষত্ব বাইকটির ব্রেকিং সিস্টেম। এই বাইকে অত্যাধুনিক Super Moto ABS প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। আসুন বাইকটির সমস্ত স্পেসিফিকেশন জেনে নিন:

প্রথমে আসা যাক, Apache RTR 200 4V বাইকটির ইঞ্জিন সম্বন্ধে। এই বাইকে ১৯৭.৭৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটি ৮৫০০ rpm এ ২০.৫ PS পাওয়ার তৈরি করতে পারে। এছাড়াও কোম্পানির পক্ষে জানানো হয়েছে, বাইকে ফুয়েল ইনজেকশন এর জন্য ‘RT-Fi’

প্রযুক্তির ব্যবহার করা হয়েছে যা বেশি মাইলেজ দেবে ও সেইসাথে পরিশুদ্ধ ধোয়া নির্গত করবে। এছাড়াও এই বাইকে অত্যাধুনিক স্টাইলের হেডল্যাম্প ও claw স্টাইলের ল্যাম্প ব্যবহার করা হয়েছে।

দুর্দান্ত ইঞ্জিনের পাশাপাশি নিরাপত্তার জন্য বাইকে অতি উন্নত মানের ব্রেকিং সিস্টেম ও কিছু অত্যাধুনিক প্রযুক্তি দেওয়া হয়েছে। এই বাইকে নতুন গ্লাইড থ্রু টেকনোলজি প্লাস ফিচার আছে, যার মাধ্যমে ক্লাচ লিভার ছেড়ে প্রথম ও দ্বিতীয় গিয়ার পরিবর্তন করা যাবে। এর জন্য চালকের যানজটের মধ্যে বাইকটি চালাতেও কোন অসুবিধা হবে না। এছাড়াও বাইকটির অন্য ভেরিয়েন্টে, RLP কন্ট্রোল ও RT স্লিপার ক্লাচের সাথে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম আছে। RLP কন্ট্রোল হঠাৎ ব্রেক মারলে পিছনের চাকা উঠে যাওয়া থেকে বিরত করে ও RT স্লিপার ক্লাচ পিছনের চাকা লক হয়ে যাওয়া থেকে বাঁচায়। নয়া বাইকটিতে পারফরম্যান্সের সাথে রাইডারের নিরাপত্তারও খেয়াল রাখা হয়েছে।

এরপর আসা যাক, Apache RTR 200 4V এর দাম সম্বন্ধে। বাইকটির দিল্লির এক্স শোরুম মূল্য প্রায় ১২৩৫০০ টাকা। আপনি যদি বর্তমানে একটি ভালো পারফরম্যান্স ও সেই সাথে অধিক নিরাপত্তা যুক্ত একটি বাইক কিনতে চান, তাহলে অবশ্যই Apache RTR 200 4V এর কথা ভেবে দেখতে পারেন।

Related Articles

Back to top button