Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ আনলেন স্ত্রী আলিয়া সিদ্দিকি

নওয়াজউদ্দিন সিদ্দিকিকে আমরা একজন অসাধারন অভিনেতা হিসেবেই চিনি। বলিউডে একের পর এক হিট পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। 'বদলাপুর' হোক বা 'গ্যাংস অব ওয়াসিপুর' হোক বা 'মান্টো' বা মৌলিক ধারাবাহিক 'স্যাক্রেড…

Avatar

নওয়াজউদ্দিন সিদ্দিকিকে আমরা একজন অসাধারন অভিনেতা হিসেবেই চিনি। বলিউডে একের পর এক হিট পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। ‘বদলাপুর’ হোক বা ‘গ্যাংস অব ওয়াসিপুর’ হোক বা ‘মান্টো’ বা মৌলিক ধারাবাহিক ‘স্যাক্রেড গেমস’ সবেতেই নিজের দক্ষতা দেখিয়েছেন অভিনেতা নওয়াজ। এবার এই নওয়াজের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করলেন অভিনেতার স্ত্রী আলিয়া সিদ্দিকি। ইতিমধ্যে, আলিয়া নওয়াজের বিরুদ্ধে মুম্বইয়ের ভারসোভা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই একই থানায় পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগে এফআইআর দায়ের করেন অভিনেত্রী পায়েল ঘোষ।

নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ আনলেন স্ত্রী আলিয়া সিদ্দিকি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে আলিয়া সিদ্দিকির আইনজীবী জানান, “আমার মক্কেল ভারসোভা থানায় ধর্ষণ, প্রতারণা, এবং প্রতারণা করে বৈধ বিয়ে ও প্ররোচিত করে সহবাসের অভিযোগ এনেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৫, ৩৭৬ (K) ৩৭৬ (n) ৪২০ ও ৪৯৩ ধারায় অভিযোগ করা হয়েছে। আশা করছি, খুব শীঘ্রই FIR রেজিস্টার করা হবে।” পাশাপাশি, আলিয়া সিদ্দিকি এর আগে নওয়াজের ভাই শামসউদ্দিনের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। কিন্তু সেখানে কোনরকম আশানুরূপ ফল পাননি আলিয়া। এছাড়াও, আলিয়া সিদ্দিকি তাঁর স্বামীর মা, দাদার বিরুদ্ধেও গার্হস্থ হিংসার অভিযোগ করেন। তিনি জানান যে তাঁর শাশুড়ি ও দেওয়র তাঁর গায়ে হাত তোলেন এবং অহ্লিল আচরণ করেন। যদিও এই সবের বিরুদ্ধে নওয়াজউদ্দিন সিদ্দিকি এখনও পর্যন্ত মুখ খোলেননি।

নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ আনলেন স্ত্রী আলিয়া সিদ্দিকি

উল্লেখ্য, নওয়াজউদ্দিন সিদ্দিকির থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে ৩০ কোটি টাকা দাবি করেছেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি। বিপুল অঙ্কের অর্থের পাশাপাশি মুম্বইয়ের ইয়ারি রোডে ৪ বিএইচকে-র একটি ফ্ল্যাটও দাবি করেছেন তাঁর স্ত্রী। এমনকি নওয়াজের ভাইজি সাশা সিদ্দিকিও নাকি কাকা সাশা সিদ্দিকির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
করেছেন আলিয়া সিদ্দিকি।

About Author