প্রয়াত অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডিন জোন্স, শোক প্রকাশ সেহবাগের

মুম্বই: আইপিএল চলাকালীন ক্রিকেট জগতে এক শোকের বার্তা ধেয়ে এল। হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের। আইপিএলে ধারাভাষ্য দেওয়ার কারণে বর্তমানে তিনি মুম্বইয়ের একটি বিলাসবহুল…

Avatar

মুম্বই: আইপিএল চলাকালীন ক্রিকেট জগতে এক শোকের বার্তা ধেয়ে এল। হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের। আইপিএলে ধারাভাষ্য দেওয়ার কারণে বর্তমানে তিনি মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে ছিলেন। সেখানেই মৃত্যু হয় তাঁর। এই খবরের স্বভাবতই ক্রিকেটমহলে শোকের ছায়া নেমে এসেছে।

অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকে। শোক প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগও। তিনি টুইট করে লিখেছেন, ‘ডিন জোন্সের মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত। আমি এখনও বিশ্বাস করতে পারছি না তিনি নেই। শুধু ক্রিকেটার হিসেবে নন, ধারাভাষ্যকার হিসেবেও তিনি আমার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। ক্রিকেটীয় ক্যারিয়ারে আমার অনেক ব্যক্তিগত নজির গড়ার সময় তিনি ধারাভাষ্যকার হিসেবে নিজের দায়িত্ব পালন করেছিলেন। তাঁর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তাঁর না থাকাটা খুবভাবে অনুভব করব। তাঁর আত্মার শান্তি কামনা করি। এভাবেই নিজের শোক প্রকাশ করেছেন বীরু।