নিউজ

ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কেএল রাহুল গড়লেন এই রেকর্ড, জানলে অবাক হবেন

Advertisement

আইপিএল এর ত্রয়োদশ সিজিনের প্রথম শতরান এলো কেএল রাহুলের ব্যাট থেকে। এরই সাথে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএল এর এক ইনিংসে সর্বোচ্চ রান করার কৃতিত্ব স্পর্শ করলেন তিনি। বৃহস্পতিবার দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয় কিংস ইলেভেন পাঞ্জাব। টসে জিতে পাঞ্জাবকে ব্যাটিং করতে পাঠান ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি।

ওপেনিং করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন পাঞ্জাব অধিনায়ক। বিপক্ষের বোলারদের কোনোরক সুযোগই দিচ্ছিলেন না। ৬৯ বলে ১৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। যার মধ্যে ছিলো ৭ টি ছয় এবং ১৪টি চার। রাহুলের ১৩২ রানই হলো আইপিএল এর এক ইনিংসে কোনো ভারতীয় ব্যাটসম্যানের করা সর্বোচ্চ ব্যাক্তিগত রান।

এর আগে এই রেকর্ড ছিলো রিষভ পন্থের। ২০১৮ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৬৩ বলে১২৮ রান করেন পান্থ। যেটি এতদিন পর্যন্ত ছিলো সর্বোচ্চ।রাহুলের এই শতরানের সুবাদে ব্যাঙ্গালোর কে ৯৭ রানে হারিয়ে বড় জয় পায় পাঞ্জাব। এবিষয়ে জিজ্ঞেস করা হলে রাহুল বলেন ” অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আমার কর্তব্য।এটা পুরো দলের ভালো খেলার ফল। আমি খুব খুশি।”

Related Articles

Back to top button