দেশনিউজ

করোনা আবহে নয়া গাইডলাইন UGC-র, জানুন বিস্তারিত

Advertisement

করোনা আবহে দীর্ঘদিন ধরে থেমে আছে শিক্ষা ব্যবস্থা। সেই নিয়ে ইউজিসি একাধিক বার একাধিক মত দিলেও এবার ইউজিসির তরফে বলা হয়েছে ২০২১‐২২ শিক্ষাবর্ষের পঠন পাঠনের ক্ষতি আটকাতে প্রয়োজন হলে সপ্তাহে ৬ দিন ক্লাস নিতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে। অন্য দিকে আবার এটিও জানানো হয়েছে, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ৩০ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে পারবে না বা পয়লা নভেম্বর থেকে ক্লাস শুরু করতে পারবে না। স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ক্লাস শুরু করতে হবে ১৮ নভেম্বরের পরের দিক থেকে।

ইউজিসির গাইডলাইনে জানানো হয়েছে পয়লা নভেম্বর থেকে প্রথম সেমিস্টার বা প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের। প্রবেশিকা পরীক্ষা বা ভর্তির প্রক্রিয়ায় প্রথম বর্ষের অক্টোবর মধ্যেই শেষ করতে হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে সপ্তাহে ছয়দিন ক্লাস নেওয়ার পদ্ধতি চালু করতে হবে।

ছুটি বা বিভিন্ন ছুটি গুলিতে তুলে চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের ডিগ্রী সময় মাফিক ছুটি দেওয়া যাবে। ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া বাতিল হলে সেক্ষেত্রে ফিরিয়ে দেওয়া হবে তাদের পুরো টাকা। অন্য দিকে বিশ্ববিদ্যালয়গুলি যদি থাকে ছাত্র ভর্তির ক্ষেত্রে কোন সমস্যা তৈরি হয় তবে সে ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে তাহলে ছাত্র ভর্তির প্রক্রিয়া বদল করতেই পারে।

সব মিল্যে প্রায় এক গুচ্ছ নিয়ম এনেছে ইউজিসি। তারা জানিয়েছে করোনা আবহে যা পরিস্থিতি সেই কথা মাথায় রেখেই এই সকল নিয়ম করা হচ্ছে তাতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button