আন্তর্জাতিকনিউজ

করোনার পেছনে মৃত্যুর বা বাঁচার কারণ কি? জানুন গবেষণার নতুন তথ্য

Advertisement

আমেরিকাঃ সম্প্রতি প্রকাশিত আমেরিকার একটি সমীক্ষায় জানা গিয়েছে করোনার আক্রমণ হলে হয় তো বা বেঁচে ফিরতেন ওই তরুণেরা। মার্কিন যুক্তরাষ্ট্রের রকফেলার ইউনিভার্সিটির সমীক্ষায় জানানো হয়েছে করোনা হলেই মৃত্যু হয়না, এর নেপথ্যে জুড়ে থাকে অন্য কিছু শারীরিক কারণও।

সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন। মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, যে তরুণেরা করোনায় প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে ১০ শতাংশের শরীরে ভুল অ্যান্টিবডি চালিত হয়েছে। তাঁদের শরীরের অ্যান্টিবডি করোনা জীবাণু মারার বদলে দেহের ইমিউন সিস্টেমকে নষ্ট করে দিয়েছে। এছাড়া বাকি ৩.৫ শতাংশ তরুণের মৃত্যুর কারণ হল জিনঘটিত দুর্বলতা।

মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪ জনের। সুস্থ হয়েছেন মোট ২ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ২৩১। বলা বাহুল্য সারা বিশ্বে যে ভাবে হু হু করে করোনা সংক্রমণ হয়েছিলো তাতে প্রাণ গিয়েছে বহু মানুষের। প্রতিমাসেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনার হার। এই মুহূর্তে আমেরিকা ও ব্রাজিলে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৭ হাজার ৫৬৩ ও ১৯ হাজার ৩২৪।

আমেরিকাতে মোট আক্রান্ত ৬৯ লক্ষ ৩৩ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪৫ লক্ষ ৯১ হাজার। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। গত মাসে ব্রাজিল আর আমেরিকাকে পেছনে ফেলে তিন নম্বরে গেলেও, ভারতে যে হারে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট চিন্তিত দেশের আমজনতা। কারণ শুরু থেকে লকডাউন করেও ঠেকানো যায়নি করোনা সংক্রমণ।

 

Related Articles

Back to top button