Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় আজ ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: আজ, শনিবার আর কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে করোনা পরিস্থিতির কারণে সমস্ত ভাষণ অনুষ্ঠানটি হবে ভার্চুয়ালি। শুধু এবারই নয়, রাষ্ট্রসঙ্ঘের প্রত্যেকটি অনুষ্ঠানই…

Avatar

নয়াদিল্লি: আজ, শনিবার আর কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে করোনা পরিস্থিতির কারণে সমস্ত ভাষণ অনুষ্ঠানটি হবে ভার্চুয়ালি। শুধু এবারই নয়, রাষ্ট্রসঙ্ঘের প্রত্যেকটি অনুষ্ঠানই বর্তমানে ভার্চুয়ালি করা হচ্ছে। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ এই ভাষণ সম্প্রচার করা হবে। তবে পুরো ভাষণটাই আগে থেকে রেকর্ড করা হয়েছে।

কী বলবেন রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী? এই নিয়েই এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী এই ভাষণ থেকে বিশ্ব থেকে উগ্রপন্থা দমনের ব্যাপারে বেশি জোর দেবেন। এর ফলে আন্তর্জাতিক স্তরে যে সকল জঙ্গি দলের কথা বলা হয়েছে সেইসব উগ্রপন্থী দলকে দমন করার ব্যাপারেও জোর দিতে পারেন মোদি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর পাশাপাশি করোনা পরিস্থিতিকেও আজকের ভাষণে তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী। বিশ্বের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ে ভারতের ভূমিকা কতখানি তাও আলোচনা হতে পারে। এই ভাষণে এমনকি জলবায়ু নিয়ন্ত্রণ সম্পর্কেও মোদি আজকের ভাষণ রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে সবটাই একটা সম্ভাবনা। আসলে তিনি ভাষণে কী বক্তব্য রাখবেন, তা তো সময় এলেই জানা যাবে।

About Author