ভারতঃ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্য রাখার কথা সন্ধে ৬টা ৩০ মিনিটে। নরেন্দ্র মোদি রাষ্ট্রপুঞ্জের ৭৫তম সাধারণ অধিবেশনে সেনা সরবরাহকারী দেশ হিসেবে ভারত রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনের নীতিগুলি চূড়ান্ত করার বিষয়ে সওয়াল করবে।
এছাড়া জলবায়ুর পরিবর্তন এর পাশাপাশি করোনা অতিমারীতে গোটা বিশ্বে ভারতীয় ফার্মেসির ভূমিকা নিয়েও বক্তব্য রাখবেন। এমনকি সন্ত্রাসবাদ মোকাবিলায় গোটা বিশ্বকে একসঙ্গে এগিয়ে আসা নিয়েও তিনি কথা বলবেন। শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭৫তম অধিবেশনে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রচার হবে নিউ ইয়র্কের সময়ে সকাল ৯টা নাগাদ। এছাড়া স্যাংশন কমিটিতে কোনও ব্যক্তির নাম তালিকাভুক্ত করা বা তালিকার বাইরের রাখার পদ্ধতি আরও স্বচ্ছ করার দাবিও তুলবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অন্যদিকে রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিবৃতির কড়া জবাব দিল ভারত৷ প্রথম থেকেই পাকিস্তানের নানা বিবৃতি মেনে নিতে নারাজ ছিলো ভারত। এবার কড়া ভাষায় পাকিস্তানকে সরাসরি আক্রমণ করে ভারত জানায় সন্ত্রাসবাদ, সংখ্যাগুরু মৌলবাদ, আদিবাসীদের সাফ, গোপন পরমাণুর ব্যবসা এসব কিছুই গত ৭০ বছরে পাকিস্তানের গৌরব৷
রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী মিশনে ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো বলেন, “পাকিস্তানের রাষ্ট্রনেতা হিংসা ও বিদ্বেষে প্ররোচনা জোগাচ্ছে যারা, তাদের হয়ে কথা বললেন৷ কিন্তু উনি কি নিজেদের দিকে তাকিয়েছেন? বিশ্বের উপকারে কিছু ভাল পরামর্শ দেওয়ার মতোও কিছু নেই৷ আমরা দেখলাম মিথ্যে, যুদ্ধে উস্কানিমূলক কিছু বিভ্রান্তিকর বক্তব্য শোনা গেল এই সভার মাধ্যমে”।