নিউজবিনোদনরাজ্য

করোনায় আক্রান্ত বিজেপি মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল, রয়েছেন হোম আইসোলেশনে

Advertisement

কলকাতা: লকেট চট্টোপাধ্যায়ের পর এবার করোনায় আক্রান্ত হলেন অগ্নিমিত্রা পাল। একের পর এক তৃণমূল-কংগ্রেসের মন্ত্রী থেকে সাংসদ করোনায় আক্রান্ত এর আগে হয়েছেন। এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে রয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার করোনার থাবা বসল বিজেপি মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পালের শরীরে। তিনি নিজেই আজ, রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানিয়েছেন।

তিনি পোস্ট করে লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ। আমি অনুরোধ করব গত পাঁচ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে টেস্ট করিয়ে নিন। ধন্যবাদ।’ মুহুর্তের মধ্যে অগ্নিমিত্রার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিজেপির অন্যান্য নেতা,নেত্রীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সূত্রে খবর, গত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এমনকি তাঁর শরীরে করোনা উপসর্গও ছিল। তাই পরীক্ষা করা হলে আজ সকালে রিপোর্ট পজিটিভ আসে। যদিও আপাতত তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। শুধু তিনিই নন, তাঁর পরিবারও ব্যক্তিগত কোয়ারেন্টাইনে রয়েছেন।

Related Articles

Back to top button