ভারতঃ চেক থেকে টাকা তোলার ক্ষেত্রে নিয়মের বদল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর্থিক লেনদেনে চেকের মাধ্যমে জালিয়াতি বন্ধ করার জন্যই নতুন নিয়ম চালু করতে চলেছে আরবিআই। নতুন নিয়ম অনুযায়ী ৫০ হাজারের বেশি টাকা চেকের মাধ্যমে লেনদেন করতে হলে এবার যাচাই করবে ব্যাঙ্ক। ২০২১ সালের পয়লা জানুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে।
সামনের বছর থেকেই শুরু হতে চলেছে এই নিয়ম, যেখানে তথ্য দেওয়ার পাশাপাশি পাঁচ লক্ষ বা তার বেশি টাকার চেক হলে পজিটিভ পে সিস্টেম বাধ্যতামূলক করা হবে। জানা গিয়েছে ব্যাঙ্ক জালিয়াতি রোখার জন্য এই নয়া নিয়ম করা হয়েছে।
এবার থেকে এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং দ্বারা একাধিক তথ্য যাচাই করবে ব্যাঙ্ক তারপরই টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হবে।