প্রয়াত অভিনেতা সুশান্তের জন্য ২ অক্টোবর অর্থাত গান্ধী জয়ন্তীর দিন থেকে ৩ দিনের অনশনে বসবেন সুশান্তের বন্ধু গণেশ হিবরকর এবং অভিনেতার পুরনো কর্মী অঙ্কিত আচার্য। ৩ মাস সমাপ্ত, অথচ এখনও সুশান্ত মৃত্যুর জট খুলছে না। ক্লান্ত সুশান্তের ফ্যানেরা এবং পরিবার বন্ধুবান্ধব। দিল্লি পুলিসের অনুমতি পেলে, গান্ধীজির সমাধির কাছেই মঞ্চ বেঁধে অনশন করবেন সুশান্তের এই ২ বন্ধু। কিন্তু, দিল্লি পুলিসের অনুমতি না পেলে, মুম্বইতে ডিআরডিও গেস্ট হাউসের সামনে অনশন করা হবে বলে সাফ জানিয়েছেন গণেশ ও অঙ্কিত।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুশান্তের এই দুই পূর্ব-পরিচিত আগামী ২ অক্টোবর ধর্নায় বসবেন। তাঁরা তিনদিন টানা অনশন করবেন বলে জানিয়েছেন। সুশান্ত মৃত্যুর আসল কারণ যাতে খুব শীঘ্র উন্মোচন করে সিবিআই, তা নিয়েই এই দুই ব্যক্তি আগামী মাসেই ধর্নায় বসতে চলেছেন।