এবার টিকিটের ওপরে ইউজার ডেভলপমেন্ট ফি বাড়াতে পারে রেল, আর তাতে সম্মতি দিতে পারে কেন্দ্র। সব মিলিয়ে মোট ৫ রকমের ফি হতে চলেছে। সূত্রের খবর এই নিয়ে সামনের মাসেই কেন্দ্রের সাথে আলোচনায় বসবে রেল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্তের পরে ১০-৩৫ টাকা পর্যন্ত বাড়তে পারে স্লিপার ক্লাস ও এসির টিকিটের দাম।
এক্ষেত্রে এসির যাত্রীদের বেশি ও স্লিপার ক্লাসের যাত্রীদের কম ফি দিতে হবে। প্রাইভেট স্টেশনের যাত্রীদের জন্যও ফি লাগু হবে। কিছু দিন আগেই নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত জানান এবার থেকে রেলওয়ে খুব শীঘ্রই নেবে ইউজার ফিজ। আগের তুলনায় স্টেশনগুলিকে রিডেভেলপ করা হচ্ছে। এমনকি সমস্ত প্রধান রেলওয়ে স্টেশনকে আপগ্রেড করা হবে, যেখানে থাকবে নতুন ব্যবস্থা এবং নতুন প্রযুক্তি।
এবার থেকে ৭০০-১০০০ স্টেশনে ইউজার ফিজ নিতে চলেছে রেল। বহুদিন ধরেই কেন্দ্র রেলে বেসরকারি পুঁজি আনার চেষ্টা করছে। তাই প্রাথমিক ভাবে ৫০টি রেল স্টেশনকে রিডেভেলপ করা হবে, আর ওই রিডেভেলপড স্টেশনগুলিকে বলা হবে রেলোপলিস। জানানো হয় যে বিশ্ব মানের পরিষেবা দিতে গেলে রেলের এই টাকাটি লাগে।
তাই ইউজার চার্জ হিসেবে খুব অল্প টাকাই নেওয়া হবে বলে জানিয়েছেন, রেলবোর্ডের সিইও ভিকে বলে জানান রেল বোর্ডের সিইও তথা চেয়ারম্যান। কিন্তু সব স্টেশনে ইউজার চার্জ নেওয়া হবে না। যেসব স্টেশনে আগামী পাঁচ বছরে ১০-১৫ শতাংশ ভিড় আরো বাড়বে, সেখানেই নেওয়া হবে ইউজার চার্জ।