মঙ্গলগ্রহে প্রাণের সন্ধান করতে এবার খোঁজ মিললো আরও ৩টি হ্রদের। দু বছর আগে একটি বিরাট রিজার্ভয়ার আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা৷ এক একটি হ্রদ ৭৫ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে রয়েছে, এমনকি মঙ্গলের সবচেয়ে বড় লেকটির আয়তন ৩০ কিলোমিটার৷ বিজ্ঞানীদের মতে জল থাকলেও প্রানের অস্তিত্বও রয়েছে মঙ্গলে।
এছাড়াও বহু দিন আগেই মঙ্গলে নোনা জলের হ্রদের অস্তিত্ব মিলেছিলো, তাই বিজ্ঞানীরা নতুন করে আশাবাদী।গবেষক এলেনা পেত্তিনেল্লি জানিয়েছেন, “আমরা একই রকম ওয়াটার বডির সন্ধান পেয়েছিলাম৷ ওই মূল লেকের কাছেই আরও ৩টি লেকের সন্ধান মিলেছে, খুব জটিল সিস্টেম”।
বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন জলের তাপমাত্রা কত এবং তার ভেতরে কী ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে। এমনকি ওই জল কতোটা নিরাপদ, আর ব্যবহার যোগ্য সেই নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে মঙ্গলের জলাধারে জলের তাপমাত্রা -১০ থেকে -৩০ ডিগ্রি সেলসিয়াস।