গত ম্যাচে দূরন্ত জয় পাওয়ার পর আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে কোলকাতা নাইট রাইডার্স। এই মরশুমে প্রথমবার দুবাইয়ের মাঠে খেলতে চলেছে নাইট বাহিনী। এর আগের দুটি ম্যাচ তারা খেলেছিলো আবু ধাবিতে, যার বাউন্ডারির দৈর্ঘ্য তুলনামূলক অনেক ছোট। তাই এই বড় মাঠের পরিস্থিতিতে মানিয়ে নেওয়া একটা চ্যালেঞ্জ হবে। এই মাঠে স্পিন বোলারদের একটা বড় ভূমিকা থাকবে। জোরে বোলারের চেয়ে তারাই বেশি সাহায্য পাবে এই মাঠ থেকে।
এই পরিস্থিতির কথা মাথায় রেখে আজও বরুন চক্রবর্তী সহ তিন স্পিনার নিয়েই মাঠে নামবেন দীনেশ কার্তিক। তবে কুলদীপ যাদবের ক্রমাগত খারাপ প্রদর্শন চিন্তায় রেখেছে নাইট অধিনায়ককে। আগের ম্যাচে শুভমান গিল, ইয়ন মর্গানরা ভালো ব্যাটিং করেছিলেন কিন্তু বার্থ হন সুনীল নারিন। ওপেনার হিসেবে আর আক্রমণাত্মক শুরু করতে পারছেন না তিনি। শট বলের বিরুদ্ধে তাঁর দুর্বলতা বিপক্ষের বোলারদের কাছে হাতিয়ার হয়ে উঠেছে। প্রথম ম্যাচে প্যাতিনসনন এবং আগের ম্যাচে খলিল আহমেদ তাঁকে শট বলেই আউট করেন।
এখন দেখার বিষয় হল কোলকাতা তাঁকেই ওপেনার হিসেবে চালিয়ে যায় না অন্য কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যানকে পাঠায় শুভমন গিলের সঙ্গী হিসেবে। তাঁর রাহুল ত্রিপাঠির কথাও ভাবতে পারে। গত ম্যাচে তরুণ জোরে বোলার কমলেশ নাগরকটি এবং শিবম মাভি দুজনের দারুন বল করেন, ফলে বোলিং লাইন আপে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আগের ম্যাচ জেতার পর সম্ভবত দলে কোনো পরিবর্তন করবেন না অধিনায়ক দীনেশ কার্তিক।
সম্ভাব্য প্রথম একাদশ:
সুনীল নারিন, শুভমান গিল, নীতীশ রানা, ইয়ন মর্গান, দীনেশ কার্তিক(অধিনায়ক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, বরুন চক্রবর্তী।