দেশনিউজ

সুখবর! পুজোর আগেই চালু হতে পারে কলকাতা পুরী স্পেশাল ট্রেন

Advertisement

ভক্তদের জন্য দারুন খবর, এবার পুজোর আগেই চালু হতে পারে শিয়ালদা থেকে পুরীর একটি বিশেষ ট্রেন। কিন্তু এক্ষেত্রে দূর পাল্লার কোনও স্পেশাল ট্রেন চললে সেটির ক্ষেত্রেও যে করোনা স্বাস্থ্য বিধি মানা হবে কিনা তা নিয়ে ধন্দ থেকেই গেছে।  কিন্তু জানানো হয়েছে স্বাস্থ্য বিধি মেনেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। শোনা গেছিলো অক্টোবর মাস থেকেই শিয়ালদা–ভুবনেশ্বর স্পেশাল ট্রেন চালু হয়ে যেতে পারে।

প্রসঙ্গত, গতকালই জানানো হয়েছে এবার টিকিটের ওপরে ইউজার ডেভলপমেন্ট ফি বাড়াতে পারে রেল, আর তাতে সম্মতি দিতে পারে কেন্দ্র। সব মিলিয়ে মোট ৫ রকমের ফি হতে চলেছে। সূত্রের খবর এই নিয়ে সামনের মাসেই কেন্দ্রের সাথে আলোচনায় বসবে রেল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্তের পরে ১০-৩৫ টাকা পর্যন্ত বাড়তে পারে স্লিপার ক্লাস ও এসির টিকিটের দাম।

এক্ষেত্রে এসির যাত্রীদের বেশি ও স্লিপার ক্লাসের যাত্রীদের কম ফি দিতে হবে। প্রাইভেট স্টেশনের যাত্রীদের জন্যও ফি লাগু হবে। কিছু দিন আগেই নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত জানান এবার থেকে রেলওয়ে খুব শীঘ্রই  নেবে ইউজার ফিজ। আগের তুলনায় স্টেশনগুলিকে রিডেভেলপ করা হচ্ছে।

এমনকি সমস্ত প্রধান রেলওয়ে স্টেশনকে আপগ্রেড করা হবে, যেখানে থাকবে নতুন ব্যবস্থা এবং নতুন প্রযুক্তি। এছাড়াও জানানো হয়েছে দূরপাল্লার কোনও স্পেশাল ট্রেন চললে সেটির ক্ষেত্রেও যে করোনা স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মানা হবে।  সব কিছু ভেবেই স্বাস্থ্য বিধি মেনেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে জানানো হয়েছে।

 

Related Articles

Back to top button