ভারতঃ দেশের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারি কর্মীচারীদের ডিএ বৃদ্ধি স্থগিত করেছিল কেন্দ্র। কিছু দিন আগে কেন্দ্র সরকারের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে না বলে যে ঘোষণা করেছিল তাও প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এই খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রের তরফে বুধবার জানিয়ে দেওয়া হয়, এমন কোনও নতুন নির্দেশিকা জারি করেনি কেন্দ্র।
दावा: @FinMinIndia को लिखे गए एक अनुरोध पत्र पर अलग से हेडलाइन जोड़कर यह दावा किया जा रहा है कि केंद्र सरकार ने DA कटौती की घोषणा वापस ले ली है। #PIBFactCheck: यह हेडलाइन फर्जी है। यह अनुरोध पत्र मई 2020 में लिखा गया था। केंद्र सरकार द्वारा ऐसा कोई निर्णय नहीं लिया गया है। pic.twitter.com/W6vOvGB1E2
— PIB Fact Check (@PIBFactCheck) September 30, 2020
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের ২১ শতাংশ হারে যে ডিএ দেওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হইয়েছিলো গত মাসের ২৩ তারিখ। বলা হয়েছিলো এই নির্দেশিকা ২০২১ সালের জুলাই পর্যন্ত জারি থাকবে। অন্য দিকে মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২১ শতাংশ করা হয়।