ভারতঃ করোনার টিকা তৈরির কাজে নেমেছে জনসন অ্যান্ড জনসন, ফিজার ইনকর্পোরেটেড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, মডার্নার টিকা এবং নোভাভ্যাক্স। সূত্রের খবর অনুযায়ী আগামী কয়েক সপ্তাহেই তাদের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার ফল সংক্রান্ত কিছু তথ্য বার হবে। প্রায় ছয় মাস ধরে বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন কিভাবে করোনা দমানো যায়। করোনা দমন করার জন্য এর মধ্যেই রাশিয়া একটি টিকা বার করে ফেলেছে।
গত মাসের ৯ তারিখ তারা তাদের নির্বাচিত ৫,০০০ স্বেচ্ছাসেবকের মধ্যে প্রথমজনকে করোনা টিকা দেয়। কিন্তু তার ফল এখনো প্রকাশ হয়নি, আগামি ২১ অক্টোবরের পর তার খবর মিলতে পারে। এমনকি কয়েক দিন আগেই জনসন অ্যান্ড জনসন ও নোভাভ্যাক্স শেষ পর্যায়ের ট্রায়াল শুরু করেছে। এর আগে ফিজার জানিয়েছিলো প্রায় ৪৪,০০০ স্বেচ্ছাসেবীর ওপর তাদের টিকা পরীক্ষামূলক প্রয়োগ করতে তাঁরা রেগুলেটরের সম্মতি চায়।
প্রতিদিন নতুন নতুন গবেষণায় চিন্তা বাড়ছে আম জনগনের। সম্প্রতি, ইএসসিএমআইডি কনফারেন্সে একটি নতুন গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে করোনায় আক্রান্ত মহিলাদের থেকে করোনায় আক্রান্ত পুরুষের মৃত্যুর সম্ভাবনা প্রায় ৬২ শতাংশ বেশি। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
আর তার মাঝেই প্রতিদিন নতুন নতুন গবেষণায় চিন্তা বাড়ছে আম জনগনের। ভারতের যা পরিস্থিতি তাতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।। তার মাঝে এখনো মেলেনি করোনার টিকা সব মিলিয়ে মারাত্মক দুশ্চিন্তায় আছে বিজ্ঞানী থেকে দেশের সাধারণ মানুষ।