নয়াদিল্লি: গত সপ্তাহে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে আসীন করা হয়েছে মুকুল রায়কে। আর এবার আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির সহ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল মুকুল রায়কেই। পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন আর এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে একইভাবে মুকুল রায়ের কাঁধের ওপর ভর করেই বাংলার বৈতরণী পার করতে চাইছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।
আজ, বৃহস্পতিবার বাংলার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর সেখানেই বিজেপির সহ পর্যবেক্ষক করা হয় মুকুল রায়কে। দিলীপ ঘোষের সঙ্গে তালে তাল মিলিয়ে বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য কাজ করবেন মুকুল।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনেও রাজ্যে বিজেপির জয়ের পেছনে মুকুল রায়ের একটা অগ্রণী ভূমিকা ছিল। কিন্তু তার পরেও তাকে কোনও বড় পদে এতদিন বসানো হয়নি। কিন্তু আগামী বছর বিধানসভা নির্বাচন। হাতে মাত্র আরো কয়েকটা মাস। তাই রণকৌশল সাজানোর আগে গত সপ্তাহেই মুকুল রায়কে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। এমনকি তার শিষ্য অনুপম হাজরাকেও বিজেপির যুব সাধারণ সম্পাদক করা হয়েছে। আর আজ বিজেপির সহ পর্যবেক্ষক করা হল মুকুলকে। বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের এমন সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।