কলকাতা: নিম্নচাপের জেরে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। যার ফলে ওড়িশা, ঝারখান্ড সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই নিম্নচাপের প্রভাব বেশি পড়বে ওড়িশা উপকূলে। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ বঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝারগ্রাম, পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দক্ষিণবঙ্গে সাধারণত আংশিক মেঘলা আকাশ এবং আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
তবে উত্তরবঙ্গের আবহাওয়া উন্নতির দিকে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া নেই। সেখানে থাকবে ঝলমলে আকাশ এবং আবহাওয়ার প্রকৃতি থাকবে ঊর্ধ্বমুখী। কলকাতায় আজ, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ২১.৩ মিলিমিটার।