প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের বড় দিক খোলাসা করলেন এইমস এর প্রধান চিকিতসক সুধীর গুপ্ত। এদিন চিকিৎসক সুধীর গুপ্ত জানান, “সুশান্তের মৃত্যু নিশ্চিত ভাবে আত্মহত্যার কারণে হয়। খুনের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।”
সুশান্তের শরীরের ৮০ শতাংশ অংশ নিয়ে আগেই ময়না তদন্ত করা হয় মুম্বাইয়ের কুপার হাসপাতালে। যেখানে বলা হয়েছিলো যে অভিনেতা আত্মহত্যা করেন। পরবর্তীতে এই কেস সিবিআই-এর হাতে এলে সুশান্তের শরীরের বাকি ২০ শতাংশ নিয়ে ভিসেরা রিপোর্ট তৈরি করা হয়। এই ব্যপারে, চিকিৎসক সুধীর গুপ্ত জানিয়ে দেন, অভিনেতা আত্মহত্যাই করেছেন। তাঁর শরীরে খুনের কোন চিহ্ন মেলেনি এবং শরীরে কোন বিষক্রিয়া ঘটেনি।
সূত্রের খবর, এই মুহূর্তে সিবিআই মূলত আত্মহত্যার দিকটি খতিয়ে দেখবে। কেন একজন সফল অভিনেতা আত্মহত্যা করবেন সেই ব্যপারে খতিয়ে দেখবে সিবিআই। সুশান্ত কে কি কেউ প্ররোচিত করেছে নাকি তিনি মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করছেন তা অনুসন্ধান করবেন সিবিআই। এক্ষেত্রে, আত্মহত্যা করতে প্ররোচনা দেওয়ার সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হচ্ছে না। সেই স্বপক্ষে তথ্যপ্রমাণ মিললে ৩০২ ধারায় খুনের মামলা রুজু হতে পারে। ইতিমধ্যে, সুশান্তের একটি ল্যাপটপ, ক্যামেরা, কিছু হার্ড ডিস্ক এবং দু’টি ফোন থেকে তথ্যপ্রমাণ খুঁজে বের করার চেষ্টঙ্করছে ফরেন্সিক সংস্থা।